Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

প্রদত্ত সেবাসমূহঃ

চলমানঃ

  • জাতীয় যক্ষা ও কুষ্ঠরোগ নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় সম্ভাব্য রোগীদের চিহ্নিতকরন ও চিকিৎসা সেবা প্রদান (বিনামূল্যে)(প্রতিদিন সকাল ৯ ঘটিকা-২ ঘটিকা)।
  • সপ্তাহে ২ দিন (রবিবার ও বৃহস্পতিবার) প্রতিবন্ধি রোগীদের তথ্য হালনাগাদ করন (বিনামূল্যে)।(সকাল ১০ ঘটিকা হতে ১ ঘটিকা পর্যন্ত) 
  • শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর প্রতিবেদন(MPDSR)(তাৎক্ষণিক)  
  • ফাইলেরিয়াসিস  নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় ক্ষুদে ডাক্তার কর্মসূচীর মাধ্যমে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা (জানুয়ারী ও জুলাই মাসে), কৃমিনাশক ঔষধ সেবন(এপ্রিল ও অক্টোবর মাসে), ব্যাক্তিগত স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক শিক্ষা প্রদান(ফেব্রুয়ারী, জুন ও নভেম্বর মাসে)।
  • ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনা (বছরে ২ বার,সরকার নির্ধারিত সময়ে)।
  • ইপিআই কার্যক্রমের আওতায় নিয়মিত মা ও শিশুদের প্রতিষেধক টিকা প্রদান করা হয় (বিনামূল্যে)(প্রতি রবি,সোম, বুধ ও বৃহস্পতিবার)।
  • কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদান।
  • ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সেবা প্রদান।
  • দুর্যোগকালীন সময় জরুরী অবস্থায় ৮ টি ইউনিয়নে ৯ টি মেডিকেল টীম/কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু থাকে।
  • উপজেলার বিভিন্ন হোটেল ও রেস্তোরা সহ অন্যান্য প্রতিষ্ঠানের খাবারের মান ও পরিস্কার-পরিচ্ছন্নতা তদারকী করা (বিনামূল্য)

বিশেষ কার্যক্রমঃ

  • হাম-রুবেলা কাম্পেইন ২০২০ এর মাধ্যমে হাম এবং রুবেলা রোগের প্রাদুর্ভাব কমানো(সরকার কর্তৃক নির্ধারিত সময়ে )
  • ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঠ পর্যায়ের অপেক্ষাকৃত জটিল রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনে রেফার করা হয়(প্রতিদিন সকাল ১০ ঘটিকা হতে ১১ ঘটিকা, সরকারি ছুটি ব্যতিত)(বিনামুল্যে)।
  • শিক্ষার্থীদের মধ্যে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কার্যক্রম পরিচালনা।
  • সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন কর্মসূচি পালন

ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র (৫ টি)

উপসহকারী কমিঃ মেঃ অফিসারঃ অনুমোদিতঃ ৫ জন, কর্মরতঃ  ০৩ জন

প্রদত্ত সেবাসমুহঃ

  • স্বাস্থ্যকেন্দ্রে আগত সাধারন রোগীদের সকল প্রকার প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান(বিনামূল্যে)
  • জটিল রোগীদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুড়িগ্রামে রেফার করা (বিনামূল্যে)।
  • গর্ভবতী মহিলাদের প্রসবপূর্ব, প্রসবকালীন ও প্রসবোত্তর সেবা প্রদান(বিনামূল্যে)
  • স্বাভাবিক প্রসব করানো হয় (বিনামূল্যে)
  • নবজাতক এর সেবা প্রদান করা(আইএমসিআই) (বিনামূল্যে)।  
  • মা ও শিশুদের নিয়ে বৈঠকের মাধ্যমে পুষ্টিবিষয়ক আলোচনা ও হাতে-কলমে শিক্ষা। (বিনামূল্যে)
  • ফিডিং কর্নারে নবজাতক কে সঠিকভাবে মায়ের বুকের দুধ খাওয়ানোর পদ্ধতি শেখানো (বিনামূল্যে)।
  • পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে)
  • বিভিন্ন স্বাস্থ্য বার্তা ও শিক্ষা প্রদান করা(বিনামূল্যে)।   
  • দুর্যোগকালীন সেবা প্রদান (বিনামূল্যে)

 

কমিউনিটি ক্লিনিক

চালুকৃত কমিউনিটি ক্লিনিকঃ ৩৪ টি

সিএইচসিপিঃ ৩৪ জন

প্রদত্ত সেবাসমুহঃ   

  • ক্লিনিকে আগত সাধারন রোগীদের সকল প্রকার প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান(বিনামূল্যে)
  • জটিল রোগীদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুড়িগ্রামে রেফার করা (বিনামূল্যে)।
  • গর্ভবতী মহিলাদের প্রসবপূর্ব, প্রসবকালীন ও প্রসবোত্তর সেবা প্রদান(বিনামূল্যে)
  • নবজাতক এর সেবা প্রদান করা (বিনামূল্যে)। 
  • CSBA(কমিউনিটি স্কিল্‌ড বার্থ অ্যাটেনডেন্ট) কর্তৃক স্বাভাবিক প্রসব করানো (বিনামূল্যে)।
  • মা ও শিশুদের নিয়ে বৈঠকের মাধ্যমে পুষ্টিবিষয়ক আলোচনা ও হাতে-কলমে শিক্ষা। (বিনামূল্যে)
  • ফিডিং কর্নারে নবজাতক কে সঠিকভাবে মায়ের বুকের দুধ খাওয়ানোর পদ্ধতি শেখানো (বিনামূল্যে)।
  • পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে)
  • বিভিন্ন স্বাস্থ্য বার্তা ও শিক্ষা প্রদান করা(বিনামূল্যে)।   
  • দুর্যোগকালীন সেবা প্রদান (বিনামূল্যে)
  • বিভিন্ন জাতীয় দিবস উদযাপন।

বিশেষ দ্রষ্টব্যঃ ১। অত্র কার্যালয়ে কোন হাসপাতাল নেই। মাঠ পর্যায় হতে সকল রোগীকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সদর, কুড়িগ্রামে রেফার করা হয়।

              ২। যে কোন প্রকার পরামর্শ ও অভিযোগের জন্য যোগাযোগঃ ০৫৮১-৬১৬৪৮ (অফিস) (শুক্রবার ও শনিবার ব্যতিত)।